কনফিগ ফাইল ব্যবহারকারীদের দ্রুত সেটিংস (লোড) এবং সেটিংস ব্যাবহার করতে দেয়। যদি আপনার ফোনে GCam ভাল কাজ না করে,এবং আপনি কোন সমস্যা ছাড়া ভালো ভাবে সেটিংস্ করতে চান তাহলে আপনি কনফিগ ব্যাবহার করতে পারেন
Gcam নির্ভর করে ফোনের আপডেটের উপর। তাই একই ফোন, একই মডেল হওয়া সত্বেও একেক ফোনে একেকটা ভালো রেজাল্ট দেয়। তাই কোনটা বেস্ট সেটা আপনাকেই ট্রাই করে দেখতে হবে। আমরা যেগুলো সাপোর্ট করে সেগুলো সাজেস্ট করি, আর আপনার নিজেকেই সেগুলো টেস্ট করে দেখতে হবে.